শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে গোর-এ শহীদ বড় ময়দানে কর্মসূচী অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী ঃ মহান বিজয় দিবস- ২০১৮ উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর রবিবার  গোর-এ শহীদ বড় ময়দানে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৯টায় বিজয় দিবসের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার- ভিডিপি, কারারক্ষী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপে¬ প্রর্দশন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম অনুষ্ঠান স্থলে বেলুন- ফেস্টুন ও শান্তির পায়রা কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মহান বিজয় দিবসের শুভসূচনা করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষা- প্রতিষ্টান সমুহকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। এছাড়াও মহান বিজয় দিবসে উপলক্ষে প্রত্যুষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও চেহেলগাজী মাজারে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Spread the love