শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে এমপি গোপালের শুভেচ্ছা ও অভিনন্দন

ফজিবর রহমান বাবু ॥- ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীরগঞ্জ-কাহারোলসহ দিনাজপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। ২৫ মার্চের কালরাত্রিতে যখন পাকি হানাদার বাহিনী ইতিহাসের জঘন্যতম গণহত্যা পরিচালনা করে। তখন এদেশের মানুষ উত্তাল প্রতিবাদে মুখর হয়ে ওঠে। আর শুরু হয়ে যায় মুক্তি সংগ্রাম। ওই ঐতিহাসিক দিনটিই আমরা স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালন করি। এদেশের মানুষের মুক্তিযুদ্ধের গৌরব-গাঁথা ইতিহাস অনেক সমৃদ্ধ। আমাদেরকে আমাদের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে হবে এবং সে অনুযায়ী আগামীর দিন চলতে হবে। আমাদের আগামী প্রজন্মকে এ সম্পর্কে সজাগ ও সচেতন করতে হবে। মহান স্বাধীনতা দিবসের এই শুভ ক্ষনে আমাদের সবাইকে সে প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। আর বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমন এদেশের মানুষ স্বাধীনতার রক্তিম সুর্যকে ছিনিয়ে এনেছে, ঠিক তেমনি তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে একটি উন্নত বাংলাদেশে রূপ দেবে। ইতোমধ্যে আমরা শেখ হাসিনার জাদুকরী হাতের ছোয়ায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছি। আগামী দিনে এদেশ হবে উন্নত বাংলাদেশ। দেশ থেকে চিরতরে নির্মূল হোক জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকের কালো থাবা। এটাই হোক এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার।

Spread the love