বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছের উৎপাদন বৃদ্ধি মানে দেশের উন্নয়ন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ রংপুর বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোহাম্মদ মেছবাহুল হক বলেছেন, মাছের উৎপাদন বৃদ্ধি মানে দেশের উন্নয়ন। ভাতে মাছে বাঙ্গালী এই প্রবাদ বাক্যটি নতুন করে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার জলাসয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাছ চাষ প্রযুক্তি শুরু করেছে। সারাদেশে ৫৩টি জেলায় ২২৯টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কার্প মিশ্র চাষের মাধ্যমে যেমন বেকারত্ব দুর হচ্ছে অপরদিকে আমিষের ঘাটতি পূরণ হচ্ছে।
৫ ডিসেম্বর বুধবার বোচাগঞ্জ উপজেলা ডামুরিয়া পুকুরপাড় জিনগাঁও, আটগাঁও ইউনিয়নের উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাছ চাষ প্রযুক্তি প্রদর্শন বিষয়ক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম রেজাউল করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের মৎস্য উন্নয়ন প্রকল্প, মৎস্য অধিদপ্তর প্রকল্প পরিচালক মোহাঃ আতাউর রহমান খান, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, মৎস্য অধিদপ্তর ঢাকা’র প্রকল্প পরিচালক মোঃ আলীমুজ্জামান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, মিতালী মৎস্যজীবী সমবায় সমিতির দলনেতা মোঃ গোলাম মোস্তফা লিটন, বিশিষ্ট ঠিকাদার মোঃ আফসার আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেতাবগঞ্জ ডিবেট ক্লাবের সভাপতি মোঃ মাহাবুব আলম।

Spread the love