শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাথা না থাকলে শরীর কিভাবে ভাল থাকে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : মাথা না থাকলে শরীর কিভাবে ভাল থাকে। ঠিক তেমনি হাসপাতালের কর্তাবাবু না থাকলে হাসপাতালের ব্যবস্থাপনা কিভাবে ভাল আশা করা যায়। হাসপাতালে দীর্ঘদিন যাবৎ টিএইচ না থাকায় চিকিৎসা সেবা মুখ থুবরে পড়েছে। বললেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতাল হলরম্নমে ১৪ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ।

হাসপাতাল স্থাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি ইয়াসিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম, আ’লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, ডিএম’র সভাপতি ডাঃ খাইরুল কবির, টিএইচ ডাঃ আঃ মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগম পুতুল, উপজেলা পঃপঃ কর্মকর্তা তৌহিদ হাসান মোঃ শফিকুল ইসলাম, ডাঃ তোফাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, ওয়াকার্স পাটির সম্পাদক লূৎফর রহমান, আর এম ও ডাঃ ফিরোজ, ডাঃ অমিত কুমার ঘোষ, ডাঃ জেমস, সাংবাদিক আশরাফুল আলম, সমাজ সেবা প্রতিনিধিসহ অন্যান্যরা। বক্তারা ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন হাসপাতালে সঠিক সময় ইন হবেন এবং আউট হবেন। সেই সাথে স্বস্থ্য সেবা নিশ্চিত করবেন।

Spread the love