শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলা সম্পৃক্ত করতে হবে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই”- এই শ্লোগানকে সামনে রেখে ১৪ মে সোমবার অনুষ্ঠিত হলো দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান। শুভেচ্ছা বক্তব রাখেন ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ, শিবু নাথ সেন, মোঃ সালাউদ্দিন, মোঃ আলম ও শিক্ষক প্রতিনিধি মোঃ আনোয়ারুল ইসলাম এবং মোঃ আশরাফুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী র্শিক্ষক অসিত কুমার বসাক, কামরুন নেহার (১)। প্রধান অতিথি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে বলেন মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সন্তানদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলা সম্পৃক্ত করতে হবে। জাতি গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই। খেলা ও শিক্ষা হলো একে অপরের পরিপূরক। মানসিক ও জ্ঞানের বিকাশ ঘটাতে খেলাধূলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। শরীরকে সুস্থ্য রাখতে পড়াশুনার পাশাপাশি খেলাধূলা করতে হবে আমাদের সন্তানদের। অভিভাবকদের উদ্দেশ্যেূ তিনি বলেন আপনার সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখবেন।

Spread the love