শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদক সেবনে বাধা দেওয়ায় জবেদ আলী আহত

এম. আর মিজান ॥ দিনাজপুর শহরে হাউজিং মোড় ট্রাক দালাল শাখা অফিসে মাদক সেবনে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের প্রহারে জবেদ আলী গুরুতর আহত হয়ে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে অবৈধ উচ্ছেদ অভিযানে হাউজিং মোড়ে ট্রাক দালাল অফিসটি ভেঙে ফেললে কোনরকম অফিসটি টিনের চালা দিয়ে রাখা হয়। গত ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উক্ত ট্রাক বন্দোবস্তকারী দালাল অফিসের ভিতরে ইয়াবা ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করতে নিষেধ করায় রুবেল (৩০), শফিকুল (৪৫) ও আজিজ (৪২) গং ক্ষিপ্ত হয়ে শাখার সভাপতি মোঃ জবেদ আলীকে এলোপাথারী প্রহার করে। তাদের প্রহারে জবেদ আলী আত্মচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের পর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে জবেদ আলীসহ এলাকার অনেকে জানায়, দীর্ঘদিন ধরে রুবেলের নেতৃত্বে একটি দল অত্র এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে। তারা এমনই দুর্দান্ত যে, এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম করছে। তাদের ভয়ে এলাকার নিরীহ শান্তিপ্রিয় লোকজন কোন কথা বা প্রতিবাদ করার সাহস রাখে না। ফলে তারা বীরদর্পে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব সন্ত্রাসীদের সন্ত্রাসমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এলাকার নিরীহ ও শান্তিপূর্ণ লোকজন।

Spread the love