শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাদরাসা ছাত্রী আসমা হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি ঃ ঢাকার কমলাপুর রেলস্টেশনে পঞ্চগড়ের মাদরাসা ছাত্রী আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ‘‘বাঁচাও পঞ্চগড়’’ নামে একটি সামাজিক সংগঠন এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত আসমার বাবা-মা, সহপাঠী, প্রতিবেশি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্বাস আলী, নিহত আসমা আক্তারের বাবা আব্দুর রাজ্জাক । বক্তারা আসমা হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

উল্লেখ্য আসমার সাথে তার এক সময়ের সহপাঠী একই এলাকার টায়ার ভুট্টুর ছেলে বাঁধনের সাথে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। গত রোববার সকাল ১০টায় দুইজন বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিলনা।
গত সোমবার ১৩ আগষ্ট সকালে ঢাকা কমলাপুর রেলস্টেশনের বলাকা কমিউটার ট্রেনের একটি পরিত্যক্ত বগি থেকে আসমার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার আসমার চাচা রাজু ইসলাম বাদী হয়ে আসমার বন্ধু মারুফ হাসান বাঁধনকে প্রধান আসামী করে কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করেন।
এদিকে বৃহস্পতিবার রাতে আসমা হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামী মারুফ হাসান বাধনকে আটক করে পঞ্চগড় পুলিশ। তবে তারা কোথা থেকে তাকে আটক করা হয়েছে তা প্রকাশ করেনি।

Spread the love