শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানবাধিকার কমিশন সমীপে ১১ শিশুর মৃত্যু ফরিয়াদ

 পাভেল পার্থ 

চীনের গোয়াংডং প্রদেশ ও হাইনান দ্বীপের বর্ষারণ্যে লিচু প্রাকৃতিকভাবে জন্মালেও উষ্ণমন্ডলীয় এ চিরসবুজ বৃক্ষ বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, কম্বোডিয়া, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,আমেরিকা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকা ও পাপুয়া নিউগিণি অঞ্চলে ফলের জন্য চাষ করা হয়৷ বাংলাদেশের এক এক অঞ্চল এক এক ভৌগলিক নির্দেশনার জন্য খ্যাত৷ দিনাজপুর ও ঠাকুরগাও লিচু অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে৷ দেশে নানান জাতের লিচুর ধরণ থাকলেও বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হয় বারি লিচু-১, চায়না-১, চায়না-৩, বোম্বাই, মঙ্গলবাড়ি, বেদানা ও মোজাফ্‌ফরী জাতের লিচু৷ ২০১৫ সনে দিনাজপুরে ৪ হাজার ৫৭ হেক্টর জমিতে ৫,২৯৮টি বাগানের ৬ লাখ ৪৫টি লিচু গাছে লিচু উত্পাদন হয়েছে৷ উত্পাদন লক্ষমাত্রা ছিল ২৩,২২৭ মেট্রিক টন৷ লিচু মৌসুমে লিচুতে ফুল আসার সাথে সাথে দিনাজপুরের সকল লিচু বাগান বাত্সরিক হিসেবে কিনে ফেলে ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের ফল ব্যবসায়ীরা৷ ফুল আসা থেকে শুরু করে মুকুল পর্যায়, ফল পাকানো থেকে শুরু করে পরিবহন ও বিক্রি পর্যন্ত লিচুতে প্রয়োগ করা হয় নানান মাত্রার রাসায়নিক বিষ৷ কখনো এগুলো কীটনাশক, কখনো উদ্ভিদ হরমোন এবং কখনো কার্বাইড ও ফরমালিন জাতীয় রাসায়নিক৷ দিনাজপুর অঞ্চলের লিচু বাগানগুলোতে সবচে বেশী ব্যবহৃত হয় বায়ার ক্রপ সায়েন্স, সিনজেনটা, বিএএসএফ, করবেল কেমিকেল ইন্টারন্যাশনাল, ইনতেফা নামের কর্পোরেট কৃষি কেম্পানির সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক৷ মুকুল থেকে শুরু করে ফলের আকার বড় করা এবং সবশেষ ফলের পচনরোধে ফরমালিনে চুবানো হয়৷ লিচু বাগানে বিষ স্প্রে করার সময় অনেক লিচু ঝরে পড়ে, এসব বিষমাখা লিচু খেয়ে দিনাজপুর অঞ্চলে লাগাতার খুন হচ্ছে আমাদের শিশুরা৷ ২০১২ সনে ১৩ জন এবং ২০১৫ সনের জুন পর্যন্ত ১১ জন৷ অন্যায় এ শিশুমৃত্যু নিদারুণভাবে নিশ্চুপতা আর বিচারহীনতার সংস্কৃতিতে বন্দী হয়ে আছে৷ রাষ্ট্রপক্ষ, প্রশাসন, কর্তৃপক্ষ, করপোরেট বিষ কোম্পানি, মানবাধিকার সংগঠন, শিশু সংগঠন, মন্ত্রণালয়, রাজনৈতিক বলয়, গণমাধ্যম কি নাগরিক প্রতিক্রিয়া সকলেই বিষমাখা লিচু খেয়ে একের পর এক শিশু মৃত্যুকে নিদারুণভাবে মেনে নিয়েছে৷ কোনো বিচার নেই, কোনো আওয়াজ নেই৷ কারো বুকে এই একটুখানি দরদও উছলে ওঠেনি গরিব শিশুদের নিথর দেহগুলির প্রতি৷ আমরা তাহলে কেমনতর মানবিক সভ্যতার বিকাশ করে চলেছি?

জুন ২০১৫

২০১৫ সনের ২৯ মে থেকে ২০ জুন পর্যন্ত দিনাজপুরে বিষমাখা লিচু খেয়ে নিহত হয়েছে ১১ শিশু৷ তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ভাষ্য, ১১ শিশুর ভেতর ৮ জনের মৃত্যুর কারণ কীটনাশক মানে বিষমাখা লিচু খেয়ে মৃত্যু (সূত্র: প্রথম আলো, ২৩ জুন ২০১৫)৷ বীরগঞ্জ উপজেলার ধূলট গ্রামের ফুলকুমার (২), সেন গ্রামের শামীমা (৫), সাদুল্ল্যাপাড়া গ্রামের স্বপন আলী (৬) ও সনকা গ্রামের মামুন (৫)৷ বিরল উপজেলার নূরপুর গ্রামের মিনারা (আড়াই), মাদকবাটি গ্রামের সামিউল (দেড়) ও সাকিব (৩)৷ খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের রেমি (৪), কাহারোল উপজেলার জয়রামপুর গ্রামের ইয়াসমীন (সাড়ে চার), পার্বতীপুর উপজেলার জুড়িল গ্রামের জেরীন (৫) এবং চিরিরবন্দরের দোগনবাড়ি গ্রামের আবু সায়েম (৪)৷ বীরগঞ্জের সাদুল্ল্যাপাড়া গ্রামের নিহত স্বপন আলীর মা দিনমজুর, বাবা পুরনো কাগজ বিক্রি করে৷ তাদের বাড়িটি লিচু বাগানের ধারে, প্রায় চারশ লিচু গাছ৷ ২০১৫ সনের ২ জুন লিচু বাগানে এমন বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয় আশেপাশের মানুষের দমবন্ধ হয়ে আসে৷ ভয়াবহ ঝাঁঝালো গন্ধ আর চোখমুখ জ্বালা করতে থাকে৷ বাগান থেকে কুড়িয়ে পাওয়া লিচু খায় স্বপন আলী৷ রাতে খিঁচুনি দিয়ে অসুস্থ হয়ে পড়ে, ৩ জুন দিনাজপুর হাসপাতালে ভর্তি করা হলে ঐদিনই সে মারা যায়৷ বিরলের মাদকবাটি গ্রামের সামিউলের মা-বাবা লিচু বাগানের দিনমজুর৷ ১৮ জুন লিচু খেয়ে ঐদিনই বিরল হাসপাতালে ভর্তি হয় ও মারা যায় এই দেড় বছরের শিশু৷ নিহত সকলের ঘটনাই একই রকম, স্বাস্থ্যসমস্যাগুলিও একই ধরণের৷ লিচু খাওয়ার চব্বিশ ঘন্টার ভেতরেই সবার মৃত্যু ঘটেছে৷ লিচু খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে আসছে অনেক শিশু৷ সকলের ভেতরেই আতংক৷

জুন ২০১২

কী ঘটেছিল ২০১২ সনে? নির্দয়ভাবে দিনাজপুর ও ঠাকুরগাও জেলায় ২০১২ সালের জুন মাসেও কীটনাশক প্রয়োগ করা লিচু খেয়ে মারা যায় ১৪ জন শিশু (সূত্র : দ্য ডেইলি স্টার, ২৮ জুন ২০১২)৷ কীটনাশক ব্যবহার করা লিচু খেয়ে দিনাজপুরে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে সরকারের স্বাস্থ্যবিজ্ঞানীরা প্রাথমিকভাবে জানান (সূত্র: প্রথম আলো, ২৯ জুন ২০১২)৷ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৭ জুন ২০১২ তারিখে একটি তালিকা প্রকাশিত হয়৷ কলেজের পরিচালকের স্বাক্ষরিত ওই তালিকায় উলে­খ করা হয়েছে, ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে মোট ১৫জন শিশু ভর্তি হয় এবং ১৩ জন মারা যায়৷ ঘটনার পরপরই রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল দিনাজপুর আসে এবং প্রাথমিক পর্যবেক্ষণে জানায়, কীটনাশকের বিষক্রিয়াই শিশুমৃত্যুর কারণ৷ ব্যাক্তিগত পর্যবেক্ষণে দেখা গেছে, দিনাজপুর-ঠাকুরগাওয়ের নিহত শিশুদের সকলেরই আবাস লিচুপ্রধান অঞ্চলে৷ আক্রান্ত হওয়ার আগে কুড়িয়ে ও এলাকার বাগান থেকে লিচু খেয়েছিল নিহত শিশুরা৷ এদের সকলেরই বয়স মাত্র দুই থেকে দশ বছরের ভেতর৷ অন্যায়ভাবে রাষ্ট্র এই নির্দয় শিশুমৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিয়ে চলেছে৷ কারণ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি, এমনকি বিষয়টি নির্বিকার বিচারহীন থেকে গেছে৷ তাই আবারো ঘটেছে শিশুমৃত্যু৷

রাষ্ট্র কার? বিষ কোম্পানির না শিশুদের?

বিষাক্ত লিচু খেয়ে মরতে হবে এমন কোনো তথ্য নিহত শিশুদের জানা ছিল না৷ জানা ছিল না মৃত্যুর যন্ত্রণা কেমন৷ লিচুতে ব্যবহৃত বিষগুলি নিহত শিশুদের পরিবার উত্পাদন করেনি৷ এমনকি বাংলাদেশ সরকারও নয়৷ এসব উত্পাদন ও বাণিজ্য করছে মূলত কিছু করপোরেট কোম্পানি৷ লিচু বাগানে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহৃত এসব সর্বনাশা বিষ ব্যবহারের বৈধতা রাষ্ট্র দিয়েছে কোম্পানিগুলোকে৷ আর তাই লাগাতার ব্যবহৃত হচ্ছে বিষ, বাড়ছে কোম্পানির মুনাফা, মরছে গরিব শিশু৷ দিনাজপুর অঞ্চলের লিচু বাগানগুলোতে সবচে বেশী ব্যবহৃত হয় বায়ার ক্রপ সায়েন্স, সিনজেনটা, বিএএসএফ, করবেল কেমিকেল ইন্টারন্যাশনাল, ইনতেফা নামের কর্পোরেট কৃষি কেম্পানির সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক৷ বিএসএফ কোম্পানির রিপকর্ড ১০ ইসি ও বাসাথ্রিন ১০ ইসি এবং সিনজেনটা কোম্পানির সিম্বুস ১০ ইসি৷ লিচু গাছে মুকুল গুটি আসার পরপরই ফাইটোনল ও এ্যাগ্রোমিন জাতীয় কীটনাশক স্প্রে করা হয়৷ গাছে মুকুল ধরার পর স্প্রে করা হয় এন্ডাসালফেন, এক্ষেত্রে বায়ার ক্রপ সায়েন্সের থায়োডিন ৩৫ ইসি ব্যবহৃত হয়৷ ম্যালাথিয়ন গ্রুপের কট, টিভো, ফাইটার ব্যবহৃত হয়৷ কার্বেন্ডাজিন গ্রুপের নইন পাউডার, এন্টাকল, ইন্টারফল, ব্যাভিস্টিন এবং ম্যানকোজেব গ্রুপের ভায়াথিন, করোজেব ডাব্লিউ পি ও ডায়াথেন এম ৪৫ ব্যবহৃত হয়৷ বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির থায়োডান ৩৫ ইসি, এসিআই ফর্মুলেশন লিমিটেডের কট, টিভো ও ফাইটার৷ বিএএসএফের ব্যাভিস্টিন ডিএফ, করবেল কোম্পনির করোজেব ৮০ ডাব্লিউপি, বায়ার ক্রপ সায়েন্সের ডায়াথেন এম ৪৫৷ লিচুর ফল মোটা ও আকারে বড় করার জন্য ব্যবহৃত হয় নাফা, ওকোজিম, ফ্লোরা, ট্রমিস্ট্রিন, জিংক, প্রাস, জাদা নামক বৃদ্ধিকারক রাসায়নিক হরেমান৷ লিচু বাগান পরিচর্যার জন্য বাগানে বায়ার ক্রপ সায়েন্সের ডেসিস ও বেল্ট, ইনতেফার জুবাস ব্যবহৃত হয়৷ গাছের মুকুল ও ফল ধরে রাখবার জন্য সেমকো কোম্পানির রিটোসেন, এসিআই’র ফ্লোরা, ম্যাকােনাল্ডের মেগনোল ব্যবহৃত হয়৷ লিচুতে সিনজেনটা কোম্পানির ক্যারাটে ও ফোর্স ২০ সিএস এর মতো সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের বিষও স্প্রে করা হয়৷ লিচু পাকানো ও একধরণের উজ্জ্বল লালরঙের জন্য ব্যবহৃত হয় কার্বাইড এবং সর্বশেষ লিচু বিক্রির আগে চুবানো হয় ফরমালিনে৷ বাজারে এভাবেই রসালো লিচু আর তার নিজস্ব প্রাকৃতিক রস নিয়ে বিক্রি হয় না, টইটুম্বুর হয়ে থাকে করপোরেট কোম্পানির নানা বিষের উপাদানে৷ একবার স্মরণ করা জরুরি, কেবলমাত্র নিহত শিশুরাই নয়, পুরো বাংলাদেশ গিলে চলেছে এই সর্বনাশা বিষমাখা লিচু৷ বিষমাখা লিচু খেয়ে যারা মরেছে তারা হয়তো দু:সহ যন্ত্রণা নিয়ে ‘রেহাই’ পেয়েছে. কিন্তু বিষমাখা লিচু জীবিতরে শরীরে কি ধরণের প্রতিকারহীন প্রতিক্রিয়া তৈরি করছে তার হিসাব কে করছে?

মহামান্য মানবাধিকার কমিশন

‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর ২৭নং ধারার ১ নং উপধারায় বলা হছে, কোনো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, কারখানা বা গুদামে ভোক্তা-অধিকার বিরোধী কোনো পণ্য বিক্রয় বা উত্পাদিত হইতেছে কিংবা গুদামজাত করিয়া রাখা হইয়াছে এইরূপ প্রতীয়মান হইলে, মহাপরিচালক বা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, কারখানা বা গুদাম সাময়িকভাবে বন্ধ রাখিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন৷ হাইকোর্ট ২০১২ এর ফেব্রুয়ারিতে ফলে রাসায়নিক দ্রব্য মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ চার দফা নির্দেশনা জারি করেছিল৷ ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ খা্যে ভেজালের সবোর্চ্চ শাস্তি পাঁচ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখেছে৷ কিন্তু বিদ্যমান কোনো আইনি দলিল কি প্রক্রিয়া কেন লিচুতে বিষ প্রয়োগ থামাতে পারছে না? দিনাজপুর ছাড়িয়ে ঠাকুরগাঁও দেশের সর্বত্র লিচু বাগানের ধারেকাছে কর্পোরেট কোম্পানির বিষ বিক্রির দোকান গড়ে ওঠেছে৷ দিনে দিনে দোকানের সংখ্যা বাড়ছে৷ এমনতো নয় যে লিচু মৌসুমে রাষ্ট্র লিচু বাগানে জোরদারভাবে বিষ ব্যবহার বন্ধ করেছে, তাতে কোম্পানি গুলোর বিক্রি তলানিতে ঠেকেছে৷ তা তো হয়নি৷ বরং প্রতিবছর একটি নতুন কোম্পানি বাড়ছে৷ প্রতিবছর বিষ বিক্রির পরিমাণ বাড়ছে৷ তার মানে লিচু মৌসুমে দোকানে বিক্রি হওয়া বা সীমান্ত দিয়ে অবৈধভাবে বিক্রি হওয়া এত বিষ কোথায় গেছে? কেউ নিশ্চয়ই বিষ সব এক করে উধাও করে ফেলেনি৷ সব বিষ লিচুর শরীরে ঢালা হয়েছে, লিচুর ভেতর দিয়ে এই বিষের তলানি আজ আমাদের শরীরে জমা হয়েছে৷ মহামান্য মানবাধিকার কমিশনের কাছে লিচু খেয়ে নিহত ও আহত সকল শিশুর ন্যায়বিচার দাবি করছি৷ আশা করি জাতীয় মানবাধিকার কমিশনের কলিজায় শিশুদের জন্য এক আঙুল হলেও মায়া আছে৷ লিচু খেয়ে নিহত শিশুদের পরিবারের পাশে মানবাধিকার কমিশন শিরদাঁড়া মজবুত করে দাঁড়াবে এই বিশ্বাস রাখছি৷ বিষমাখা লিচু খেয়ে নিহত শিশুদের পূর্ণাঙ্গ পরিচয়সহ সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আবারো৷ আর একটি শিশুও যেন করপোরেট বিষ কোম্পানির নিশানা না হয় সেই প্রস্তুতি রাষ্ট্রকে নিতে হবে৷ শিশুদের কাছে ফিরিয়ে দিতে হবে নিরাপদ লিচুময় শৈশব৷

 পাভেল পার্থ ,গবেষক ও লেখক৷ animistbangla@gmail.com

Spread the love