শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানব দিশারী সমাজ উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

এম.আর মিজান ॥ সমাজের অবহেলিত ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যার যার অবস্থানে থেকে নৈতিকতা ও মানবিকতার এ কাজগুলো করা অত্যন্ত জরুরি। ষড়ঋতুর বাংলাদেশে শীতকালে আমাদের অনেক মানুষ কষ্ট পায়। বিশেষ করে হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে এ কষ্ট আরো তীব্র হয়। মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। আমাদের আন্তরিকতাই যথেষ্ট। আমরা সকলেই শীতে আর কোন অভাবী কষ্ট পাবে না।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সংস্থার সুইহারীস্থ প্রধান কার্যালয়ে মানব দিশারী সমাজ উন্নয়ন সংস্থা আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক উপরোক্ত কথাগুলো বলেন। সংস্থার নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ সারফেরাজ নেওয়াজের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মোঃ ফজলুর হক, সমাজসেবা অফিসার মোছাঃ হাবিবা আক্তার প্রমুখ।

Spread the love