শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানসম্মত শিক্ষা না পাওয়ায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারে বেশি ঝুকছে -শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

Sochif 01দিনাজপুর প্রতিনিধি : শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ বলেছেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত করাই শিক্ষার মানোন্নয়ন। আর মানুষ গড়ার বিশাল দায়িত্ব আপনাদের শিক্ষকদের উপর ন্যস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, এমপিওভুক্ত’র চেয়ে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান এখন অনেক ভালো। তাই মানসম্মত শিক্ষা না পাওয়ায় শিক্ষার্থীরা কোচিং সেন্টারে ঝুকছে বেশি। আর এজন্য শিক্ষকদের পাঠ শিক্ষায় মান বাড়াতে হবে। সেই সাথে পাঠদানে শিক্ষকদের আরও বেশি আন্তরিক হতে হবে। স্কুল-কলেজগুলোর ম্যানেজিং কমিটিগুলোর প্রতি উদ্বেগ প্রকাশ করে মানসম্মত শিক্ষক নিয়োগে প্রতিশ্রুতবদ্ধ হতে অতিরিক্ত সচিব আহবান জানান।

১০ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। সভায় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিস রংপুর বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়, কাহারোল উপজেলা একাডেমিক অফিসার আব্দুস সালাম, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহিন আকতার, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পার্বতীপুর ভবানীপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান মাহমুদ ও বিরামপুর আমানউল্লাহ আদর্শ বিদ্যানিকেতন’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব আ. সালাম আমান। সভাটি সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিফাত জাহান।

 

Spread the love