মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের পরিচয় ও একটি সুন্দর পৃথিবীর খোঁজে

জন্মের পর থেকে আমরা বিভিন্ন পরিচয়ে পরিচিত হতে থাকি। প্রথমে নাম, তারপর বংশ, গোত্র, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, জন্মস্থান, পেশা, দেশ, মহাদেশ ইত্যাদি নানা পরিচয়ে পরিচিত হতে থাকি। যেমন- কারো নাম হয়ত অনিমেষ দত্ত, কারো নাম সৈয়দ নজরুল ইসলাম, কারো নাম সুদীপ বড়ুয়া, কারো নাম হয়ত এডমন্ড স্পেন্সার, কারো নাম হয়ত লি কিয়াং ইত্যাদি। এরপর কেউ চৌধুরী বংশের, কেউ কাজী বংশের, কেউবা ডেভিড বংশের ইত্যাদি। এরকমভাবে আমরা কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউবা নাস্তিক। কেউ বাঙালি, কেউ ভারতীয়, কেউ শ্রীলংকান, কেউ চায়নিজ, কেউ আফ্রিকান, কেউবা আমেরিকান। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ রাজনীতিবিদ, কেউ সাংবাদিক, কেউ খেলোয়াড়, কেউবা বেকার। কেউ কালো, কেউ ফর্সা, কেউবা শ্যামলা। প্রকৃতিগতভাবেই পৃথিবীর প্রতিটি মানুষ একে অন্যের থেকে আলাদা। এই বৈচিত্র্যের কারনেই পৃথিবী সুন্দর, এই বৈচিত্র্যের  কারনেই আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। একবার ভাবুনতো পৃথিবীর সমস্ত মানুষের নাম, বংশ, ধর্ম, বর্ণ, জাতি, সম্প্রদায়, জন্মস্থান, পেশা ইত্যাদি যদি একি হতো তাহলে পৃথিবীটা কত নীরস ও নিরানন্দময় হয়ে উঠত। তবে এই বৈচিত্র্যকে মানুষে মানুষে বৈষম্যের হাতিয়ার করে তুললে পৃথিবীটা আর উপভোগ্য থাকে না, হয়ে উঠে সাক্ষাৎ নরক। যেমন কেউ যদি হিন্দু বলে মুসলমানকে সহ্য করতে না পারে, মুসলমান বলে হিন্দুকে সহ্য করতে না পারে, খ্রিস্টান বলে মুসলমানকে সহ্য করতে না পারে, মুসলমান বলে খ্রিস্টানকে সহ্য করতে না পারে, আস্তিক বলে নাস্তিককে সহ্য করতে না পারে, সংখ্যাগুরু বলে সংখ্যালঘুকে সহ্য করতে না পারে, কর্মক্ষেত্রে পুরুষ বলে নারীকে সহ্য করতে না পারে,সিলেটি বলে বরিশাল এর কাউকে সহ্য করতে না পারে, বাংলাদেশি বলে ভারতীয়কে সহ্য করতে না পারে, ভারতীয় বলে বাংলাদেশিকে সহ্য করতে না পারে, আমেরিকান বলে চাইনিজকে সহ্য করতে না পারে, ইউরোপিয়ান বলে আফ্রিকানকে সহ্য করতে না পারে, সাদা বলে কালোকে সহ্য করতে না পারে তবে পৃথিবীটা নরক হয়ে উঠবে। মানুষে মানুষে এই বৈষম্যের চিন্তার ধরন যে কত রকমের হতে পারে তা বলে শেষ করা যাবে না। আমার থেকে ভিন্ন একজন মানুষ, ভিন্নমত, ভিন্নধর্ম, ভিন্ন পরিচয়, ভিন্নসংস্কৃতিকে পছন্দ না হতে পারে, কিন্তু তাকে সহ্য করতে না পারা, ঘৃণা করা কিংবা তাদের অস্তিত্ত্বকে ধ্বংস করতে চেষ্টা করা কোনভাবেই মানুষের কাজ নয়।  তাহলে মানুষের পরিচয় কী? প্রতিটি মানুষ বিভিন্ন বৈশিষ্ট্যে আলাদা আলাদা হলেও আমরা এক পৃথিবীর নাগরিক, একজন সৃষ্টিকর্তারই সৃষ্টি। সকলেরই এই পৃথিবীর আলো বাতাসে বেঁচে থাকার ও বেড়ে ওঠার অধিকার আছে। আমার নিজের উৎস ও পরিচয় নিয়ে যেমন গৌরববোধ করতে পারি, ঠিক তেমনি অন্যের উৎস ও পরিচয়কে যেন সহ্য করতে পারি। তবে এখানে একটা কথা আছে, মানুষের মধ্যেও ভালো মানুষ খারাপ মানুষ আছে। কোন খারাপ মানুষ যদি আমার অস্তিস্ত্বকে ধ্বংস করতে চায়, কোন ক্ষতি করতে চায় তবে  আত্মরক্ষার্থে তাকে সহ্য না করে উপযুক্ত প্রতিরোধ করতে হবে। কিন্তু  কেউ যদি আমার ক্ষতির কোন কারণ না হয় তবে তাকে ভালোবাসতে পারলে তো খুব ভালো, তা না পারলে অন্ততপক্ষে তাকে যেন সহ্য করতে পারি। কিন্তু ঘৃণা যেন না করি কিংবা অন্যের উৎস, পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করতে যেন প্রবৃত্ত না হই। এই মানসিকতা লালন করাই একজন প্রকৃত মানুষের পরিচয়, একজন বিশ্বনাগরিক এর পরিচয়। পৃথিবীর প্রতিটি শিশুকে এই শিক্ষায় শিক্ষিত করতে পারলে অসংখ্য বৈচিত্র্য  থাকা সত্ত্বেও আমাদের পৃথিবীটা হয়ে উঠতো কত সুন্দর, বাসযোগ্য ও উপভোগ্য। সেই বিশ্বমানবের খোঁজে আজ এখানেই শেষ করছি, নিজের পরিচয়কে ভালোবাসুন, অন্যের পরিচয়কেও সম্মান করুন, না পারলে সহ্য করুন।

লেখক- ডা. সমরেশ দাস।

মেডিকেল অফিসার, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর

Spread the love