শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘মালয়েশিয়ার বিমান অনুসন্ধান অভিযান ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল’

1-Photoবিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার নিখোঁজ বিমানের অনুসন্ধান অভিযান বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অভিযানে পরিণত হতে যাচ্ছে। কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়ার বিমানটি গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নাটকীয়ভাবে নিখোঁজ হয়। বিমানটি অস্ট্রেলিয়া উপকূলে ভারত মহাসাগরে বিধ্বস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেখানে বিমানটি অনুসন্ধানে নেতৃত্ব দেয়া অস্ট্রেলিয়া এ অনুসন্ধান অভিযানের ব্যয়ের ব্যাপারে কোন তথ্য না জানালেও মালয়েশিয়া জানায়, এ অভিযানের ব্যয় ‘অনেক বেশি ’ হবে। পরিবহন ও প্রতিরক্ষা মন্ত্রী হিশামুদ্দিন হোসাইন বৃহস্পতিবার বলেন, ‘সমুদ্রের সাড়ে চার কিলোমিটার গভীরে গিয়ে বিমানটির ধ্বংসস্তূপের সন্ধান করা সামরিক বাহিনীর পক্ষে কষ্টসাধ্য ব্যয়বহুল হলেও আমরা তা করতে ঠিকাদারের অপেক্ষায় রয়েছি।’ফ্রোস্ট অ্যান্ড সুলিভান এশিয়া প্যাসিফিকের বিমান চলাচল বিশেষজ্ঞ রবিকুমার মাদাভারাম বলেছেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন অনুসন্ধান অভিযানে সবচেয়ে বেশি অর্থের যোগানদাতা দেশ। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অনুসন্ধান অভিযানে মোট কত ব্যয় হতে পারে সেটা বলা অনেক কঠিন হলেও এটা বলা যায় যে, এ অভিযান হবে বিমান চলাচল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান।

Spread the love