বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাসিক সাহিত্য সভায় প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ৪ আগস্ট শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব ভবনে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চুর সভাপতিত্বে মাসিক সাহিত্য সভায় এ্যাড. মাজহারুল ইসলাম সরকার সম্পাদিত সূর্য স্বপ্ন বইটির মোড়ক উন্মোচন ও কবি সাহিত্যিকদের স্বরচিত প্রবন্ধ ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন দিনাজপুরের বিশিষ্ট কবি মাহমুদ আক্তার, মোজাম্মেল বিশ্বাস, জলিল আহাম্মেদ, মাসুদ মুস্তফিজ, মাহাবুব আলী, ডাঃ মোঃ শহিদুল্লাহ, জোবায়ের আলী জুয়েল। স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা। কবিতা পাঠ করেন বিলকিস জান্নাত, আব্দুর রাজ্জাক, জাকিয়া তাবাসসুম জুঁই, ফাতেমা বেগম, মোঃ মনিরুজ্জামান, ইয়াসমিন আরা রানু, মোঃ বেলাল উদ্দিন, মোঃ রুবেল ইসলাম, মোঃ কাইয়ুম আলী, জেকি ইসলাম, রেজিনা খাতুন, মোহাম্মদ হোসেন, ফারজানা রিমা, কমল কুজুর, সৈয়দ কেরামত হোসেন, শারমিন আরা, দিপক রায়, সোবহান বিশ্বাস, আব্দুল্লাহ আল মুজাহিদ, কবি ইফতি, সোহের করিম দিপু, এস.এন.ডি হিরা, শাহাবাজ আলী খান, ওয়াসিম আহামেদ শান্ত, চঞ্চল গুপ্ত, আকবর আলী খান প্রমুখ। সভাপতির বক্তব্যে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্্সী বাচ্চু বলেন এ্যাড. মাজহারুল ইসলাম সরকার সম্পাদিত সুর্য স্বপ্ন বইটি তরুণ কবিদের প্রেরণা দেবে। কবিরা কবিতার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের কথা সহজে প্রকাশ করতে পারে। এ ধরনের সাহিত্য সভাগুলো আরও বেশী বেশী করা দরকার। তিনি এ্যাড. মাজহারুল ইসলাম সরকারের সম্পাদনায় সূর্য স্বপ্ন বইটির উপর আলোচনা করে বলেন এই বইতে দিনাজপুরের কবি সাহিত্যিকরা যা লিখেছে তা প্রশংসনীয়। আমরা চাই আগামীতেও এ্যাড. মাজহারুল ইসলাম সরকার  এ ধরণের সাহিত্য বই প্রকাশ করে কবি সাহিত্যিকদের স্বপ্ন পূরণ করবেন।

Spread the love