বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাসুদ রানা’র বাংলাদেশ অংশের শুটিং শেষ

আলোচিত চলচ্চিত্র ‘মাসুদ রানা’র শুটিং শুরু হয় মার্চের প্রথম দিন থেকেই। গত শুক্রবার এফডিসিতে চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের কাজ শেষ হয়। এর পরে হবে বিদেশের মাটিতে শুটিং।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, পরিচালক সৈকত নাসির মডেল রাসেল রানাকে নিয়ে চট্টগ্রামের পাহাড়ে শুরু করেন এই সিনেমার কাজ। ১ অক্টোবর) এফডিসিতে এর শুটিংয়ের মাধ্যমে দেশের অংশের কাজ শেষ হয়েছে।

বিষয়টি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, সব মিলিয়ের ছবির ৭০ শতাংশ দৃশ্যধারণ শেষ হয়েছে। এরপর বিদেশে কিছু কাজ হবে। আশা করছি চলতি বছরের মধ্যেই সব কাজ শেষ করতে পারবো।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা ও  থ্রিলিং চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে একই সঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যার একটিতে অভিনয় করছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’-এর চ্যাম্পিয়ন রাসেল রানা। অপরটিতে আছেন এবিএম সুমন। সে ছবির নাম ‘এমআর- নাইন’।

‘মাসুদ রানা’ ছবিতে আরও অভিনয় করছেন পূজা চেরি, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান, মাসুম বাসার প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ।

Spread the love