বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক না পড়ায় বিরামপুরে ৬ জনকে জরিমানা

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি : শীতে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী জনগণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও  সচেতনতা বৃদ্ধি করতে দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

সোমবার বিকেল ২টায় পৌর শহরের ঢাকামোড়সহ বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি অমান্য করে বাহিরে চলাফেরা করায় ১০জন ব্যক্তিকে ১হাজার ৬শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। বিরামপুর থানা পুলিশ এই অভিযানে সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন মহামারি করোনা ভাইরাসের ২য় ধাপ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন সদা তৎপর। তিনি আরো বলেন বিরামপুর উপজেলায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যহত থাকবে। এছাড়া ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ ও দেন তিনি। এসময় বিনা মূল্যে কিছু মাস্ক ও বিতরণ করা হয়।

Spread the love