শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাহমুদ আখতার বিভাগীয় লেখক পরিষদের পক্ষ থেকে গুণী সাহিত্যিক সম্মাননা পেলেন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ বিভাগীয় লেখক পরিষদ রংপুর কর্তৃক দিনাজপুরের সু-সাহিত্যিক মাহমুদ আখতার রংপুর বিভাগের গুণী সাহিত্যিক সম্মাননা ২০১৬ লাভ করেছেন।

বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখা রংপুর তাজহাট জমিদার বাড়ী (রংপুর জাদুঘর) সাহিত্য সম্মেলনে যোগদান দিতে দিনাজপুর থেকে বিশিষ্ট কবি-সাহিত্যিক ওয়াসিম আহমেদ শান্ত, আজিজুল হাকীম, শাহিদা খাতুন, মোঃ সালেহুর রহমান বাবলু, মমিনুল ইসলাম, মোঃ বেলাল উদ্দীন, সোহেল করিম দিপু, কবি ফাতেমা বেগম, মজেল উদ্দীন, সৈয়দ আখিম আলী, মোঃ তৈমুর রহমান, নুর আলম, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ গুলজার আলম, ইয়াসমিন আরা বানু, মোঃ আবুল হোসেন, বিলকিস জান্নাত, মাহমুদ আখতার, জাকির হোসেন, রোজিনা, আব্দুর রাজ্জাক, শাহ আলম শাহী, সতীর্থ রহমান, এ্যাড. সৈয়দ কেরামত হোসেন, শৈশব রাজু, ডঃ মাসুদুল হক, মাহবুব উল আলম জুয়েল, আমিনুল ইসলাম, আতাউর রহমান, মোল্লা শরীফ লজেন্স, মোঃ আজগার আলী অংশগ্রহন করে। দিনব্যাপী উক্ত সম্মেলনে স্বরচিত কবিতা পাঠসহ রংপুর বিভাগে ৮ জেলার ৮ জনকে গুণী সাহিত্যিক সম্মাননা-২০১৬ প্রদান করা হয়। তার মধ্যে দিনাজপুর থেকে মাহমুদ আখতারকে সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য সম্মেলনে যাওয়ার সময় সংক্ষিপ্ত আলোচনায় সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর-এর সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নিমূলে সাহিত্য চর্চা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মানবতার কল্যানে সাহিত্যকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

Spread the love