শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মউদূদ হোসেন

দিনাজপুর প্রতিনিধি: সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ মঊদুদ হোসেন বলেছেন, স্বাস্থ্য সেবা প্রাপ্তি জনগণের অধিকার ও মানব উন্নয়নের পুর্ব শর্ত । স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ প্রয়োজনীয় সামাজিক ও রাষ্ট্রীয় সেবা সুবিধা লাভের অধিকার প্রত্যেকেরই প্রাপ্য। ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে জিও এনজিওদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। কাহারোল, বোচাগঞ্জ, বীরগঞ্জ উপজেলার এলাকায় আরডিআরএস বাংলাদেশ মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করে ইতিমধ্যে প্রসংশিত হয়েছে। এ ধরনের কাজ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর আয়োজিত দিন ব্যাপী মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ দিদারুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জণ ডাঃ মোঃ নুরুল হুদা। প্রকল্প সমন্ধে বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালণ করেন আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (স্বাস্থ্য) গোলাম আযম নুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ খাদিজা নাহিদ ইভা, ডাঃ গোপিনাথ বসাকসহ উপস্থিত কর্মকর্তাগণ।  সার্বিক দায়িত্ব পালণ করেন মোঃ হুমায়ুন কবির।

Spread the love