শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

“মা” হারানোর শোক বুকে চেপে ধরে ‘দেশ রক্ষার’ নির্বাচনে মাঠে নেমেছেন মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুর প্রতিনিধি ঃ “জননী জন্মভুমিশ্চ স্বর্গাদপী গরিয়াসী”। অর্থাৎ মা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। এক্ষেত্রে চিরন্তন এই উক্তি অনুযায়ী মা এবং জন্মভূমি কোনটাই কোন অংশেই কম নয়। তাই তো এদিকে সন্তান হিসাবে মায়ের জন্য “শেষ কর্ম” আর অন্যদিকে দেশের এই চরম মুহুর্তে নির্বাচনের মাধ্যমে দেশ রক্ষার কাজ। কোনটাকেই খাটো করে দেখছেন না দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মনোরঞ্জন শীল গোপাল-এর জন্মদাত্রী মা নিত্য রানী শীল ইহলোক ত্যাগ করেছেন গত শনিবার। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী শেষকৃত্তে মায়ের মুখাগ্নি করেছেন একমাত্র পুত্র মনোরঞ্জন শীল গোপাল। আর শ্রাদ্ধ্যাদি সম্পন্ন না হওয়া পর্যন্ত হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী একমাত্র ছেলে হিসাবে সব কাজ তাকেই সম্পন্ন করতে হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী দিনভোর নানান কর্ম, এক কাপড়ে থাকা, এরপর নিজেই রান্না করে বিধি নিষেধ মেনে দিনে একবার আহার। মায়ের আত্মার শান্তির জন্য ছেলে হিসাবে মৃত্যুর দিন থেকে টাকা ১১ দিন এসব কর্ম সম্পাদন আর এভাবেই চলতে হবে তাঁকে। মায়ের স্নেহের একমাত্র ছেলে হিসাবে হিন্দু রীতি অনুযায়ী সব কাজই যথারীতি সম্পাদন করছেন মনোরঞ্জন শীল গোপাল। এরই মধ্যে আবার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থা ও বিশ্বাস রেখে দিনাজপুর-১ আসনে এবারও তাঁকেই মনোনয়ন দিয়েছেন। শেখ হাসিনা’র মতে এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন এই নির্বাচন যুদ্ধে দিনাজপুর-১ আসনের যোগ্য সৈনিক হিসাবে মনোরঞ্জন শীল গোপালকেই আবারও মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা’র এই অবিচল বিশ্বাস ও আস্থা অক্ষুন্ন রাখার পাশাপাশি দেশকে রক্ষার জন্য মায়ের শেষ কর্মের পাশাপাশি পড়নে এক কাপড় আর হাতে কুশ আসন নিয়ে নির্বাচনী প্রচারণাতেও নেমেছেন সদ্য মাতৃহারা মনোরঞ্জন শীল গোপাল। মনোরঞ্জন শীল গোপাল জানান, জন্মদাত্রী মাকে হারানো আর দেশের এক বিশেষ মৃহুর্ত দু’টোই কঠিন সময়। মাকে হারিয়েছি এমনি এক কঠিন সময়ে কিন্তু জনগণের ভালোবাসা হারাতে চাই না। দেশ ভালো থাকলে জনগণ ভালো থাকবে, আর জনগণকে ভালো রাখতে পারলে আমার মায়ের আত্মাও শান্তি পাবে। তাই জনগণকে ভালো রাখার জন্য আমার এই কঠিন মুহুর্তেও দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমি মায়ের কর্মাদির পাশাপাশি জনগণের পাশে আছি। “জননী জন্মভুমিশ্চ স্বর্গাদপী গরিয়াসী” এর বাস্তবতা বিশ্বাস করেই আমি আমার নির্বাচনী এলাকায় জনগণের কাছে যাচ্ছি।

Spread the love