শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মিষ্টির দোকান হতে ভিজিডির চাল উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মিষ্টির দোকান থেকে ভিজিডির ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. মশিউর রহমান উপজেলার দাউদপুর বাজারের রাজু দই মিষ্টি ভান্ডারে অভিযান চালিয়ে উক্ত চাল উদ্ধার করেন।

এ সময় দোকান মালিক মো. মজমুল হক জানান, তার খালা দাউদপুর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের সদস্যা মোছা. জামেনা বেগম চালগুলো রেখে গেছেন। চাল রেখে যাওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন না।

তবে এ ব্যাপারে মোছা. জামেনা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম সোহাগ জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৫ মাসের ভিজিডির চাল এক সাথে দেয়া হয়। লাভলী বেগম ও হাবিবা বেগম নামক দুই কার্ডধারীর চাল এক সাথে করে ইউপি সদস্যা মো. জামেনা বেগম তার ভাগিনার (বোনের ছেলে) দোকানে রাখেন। 

নিজে বাড়ীতে না নিয়ে কেন দোকানে চালগুলো সংরক্ষণ করা হয়েছিল এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান  জানান, এ বিষয়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Spread the love