বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বির্নিমানে সারাদেশের ১১ জেলায় বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ঃ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বির্নিমানে দিনাজপুরসহ সারাদেশের আরো ১০ জেলায় একযোগে বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় গতকাল দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনা ২০১৮-১৯ উপস্থাপন করেন সমিতির কার্য্য নির্বাহ কমিটির সদস্য মোঃ হাবিবুল ইসলাম। তিনি আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের জন্য সরকারের নিকট বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রস্তাবিত ১২ লাখ ১৬ হাজার ৪০০ কোটি টাকার বাজেট তুলে ধরেন। পুস্তুক আকারে প্রস্তাবিত বাজেটে সরকারের রাজস্ব আয় দেখানো হয়েছে ৯ লাখ ৯০ হাজার ৮২০ কোটি টাকা,অর্থাৎ মোট বাজেট বরাদ্বের ৮১ শতাংশের যোগান দেবে সরকারের রাজস্ব আয়। প্রস্তাবনায় বলা হয়েছে বাজেটের বাকি ২ লাখ ২৫ হাজার ৫৮০ কোটি টাকা ১৯ শতাংশ অর্থাৎ ঘাটতি অর্থায়নের যোগান দেবে সম্মিলিত ভাবে সরকারী-বেসরকারী যৌথ অংশীদারিত্ব। প্রস্তাবিত বাজেটে ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋন-নীট এর কোন ভুমিকা থাকবে না,যা গত বছরের সরকারী বাজেটে ঘাটতি পুরণে ৪৩ শতাংশ ভুমিকা রেখে ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়,প্রস্তাবিত বাজেট হ‘ল দ্রুত সম্প্রসারণশীল বৃহদায়তন বাজেট,কারন মুক্তিযুদ্ধেও চেতনার বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ অর্থনীতি সমিতি প্রস্তাবিত বাজেট যুক্তিসঙ্গত এবং তা দেশের অর্থনীতির অর্ন্তনিহিত শক্তি বিচারেও যৌক্তিক। লিখিত পুস্তুকে উল্লেখ করা হয়েছে, ২০১৮-১৯ অর্থবছরের জন্য বাংলাদেশ অর্থনীতি সমিতি প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা হলে তাতে বেশ কিছু মৌলিক কাঠামোগত পরিবর্তন সূচিত হবে। প্রস্তাবিত বাজেটের আয় কাঠামোতে বিত্ত-শালীদের উপর কোরের বোঝা অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পাবে যাতে কওে সমাজে ধন-বৈষম্য,সম্পদ-বৈষম্য ও ক্রমবর্ধমান অসমতা হ্রাস করবে।

দিনাজপুরসহ সারাদেশের ১০টি জেলায় একযোগে সংবাদ সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বির্নিমাণে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১৮-১৯ বাজেট প্রস্তাবনা উপস্থাপনা করা হয়েছে। ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,খুলনা,ময়মনসিংহ,যশোর,কুষ্টিয়া,নড়াইল,নোয়াখালী ও চাঁদপুরে একই সাথে গতকাল শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,নাট্য সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ,মোঃ সমশের জামান সরকার, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান,সরকারী কলেজের প্রফেসর আব্দুল জলিল, সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সাংস্কৃতিক কর্মী সুলতান কামাল উদ্দীন বাচ্চু,তারেক রহমান,রহমত আলী, র্জ্যোতিময় ব্যানার্জী প্রমুখ।

Spread the love