শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধুর বিচার সম্ভব হতো না-বিচারপতি এম এনায়েতুর রহিম

দিনাজপুর প্রতিনিধি ॥ বিচারপতি এম এনায়েতুর রহিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  হত্যার বিচার বাধাগ্রস্ত করা হয়েছিল। বিলম্ব হলেও বিচার বিভাগ বাংলার মাটিতে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত অধিকাংশের বিচারও সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ঘাতকরা এখনও সক্রীয়। সকলকে সজাগ থাকতে হবে। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় না থাকলে বঙ্গবন্ধুর বিচার সম্ভব হতো না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুর বিচার বিভাগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা জজ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা।

সভায় আরও বক্তব্য রাখেন মহিলা এমপি জাকিয়া তাবাসুম জুই, আইনজীবি সমিতির সভাপতি নুরুজ্জামান জাহানী প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।

Spread the love