শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তি পেতে যাচ্ছে শাবনূরের ‘পাগল মানুষ’

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে জনপ্রিয় নায়িকা শাবনূর অভিনীত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটি তিনি দর্শকদের সঙ্গে বসে উপভোগ করবেন। গতকাল সোমবার ছবির এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
অনুষ্ঠানে শাবনূর বলেন, “আমি সাধারণত সব ছবিই সিনেমা হলে গিয়ে দেখি। সিনেমা হলে ছবি দেখাটা আমি উপভোগ করি। আগামী শুক্রবার আমার অভিনীত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ ছবিটিও দর্শকদের সঙ্গে বসে দেখব। আশা করি, সবাই ছবিটি দেখবেন।”
দীর্ঘদিন পর পর্দায় ফেরা নিয়ে শাবনূর বলেন, ‘এই ছবির কাজ আসলে অনেক আগেই শুরু হয়েছিল। কিন্তু ছবির পরিচালক এম এ মান্নান স্যার মারা যাওয়ার পর বেশ কিছুদিন ছবির কাজ বন্ধ থাকে। তারপর ভেঙে ভেঙে ছবির কাজটি শেষ হয়। স্যারের প্রতি সম্মান দেখিয়ে আমি ছবিটি শেষ করেছি। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে, আনন্দের সঙ্গে স্যারের জন্য কষ্টও হচ্ছে।’
ছবির গল্প জানতে চাইলে শাবনূর বলেন, ‘সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। আমি এখনই ছবি নিয়ে কিছু বলতে চাই না। আশা করি, দর্শক হলে গিয়ে গল্পটা উপভোগ করবেন।’
ছবিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাহের খান। নবাগত শাহের খানকে নিয়ে শাবনূর বলেন, ‘এই ছবিতে নায়ক হিসেবে আছেন শাহের খান। তিনি ছবিটি নিয়ে অনেক কষ্ট করেছেন। এই ছবি শেষ করা বা মুক্তি দেওয়ার পেছনে তাঁর অনেক অবদান রয়েছে। ভালো অভিনয় করার জন্য তাঁর অনেক চেষ্টা ছিল।’
‘পাগল মানুষ’ ছবিটি পরিচালনা শুরু করেন এম এম সরকার। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ছবিটির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর এম এম সরকারের সহকারী পরিচালক বদিউল আলম খোকন ছবিটির বাকি অংশের
Spread the love