বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মুজিববর্ষে বাংলাদেশের কোন ঘর অন্ধকারে থাকবে না’

‘আমরা ঘরে ঘরে বিদ্যুৎ জ্বালিয়ে দিবো। এই মুজিববর্ষে বাংলাদেশের কোন ঘর অন্ধকারে থাকবে না। সকলের ঘরে আলো জ্বলবে।’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং- এর মাধ্যমে আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর এন্ড ট্রেনিং সেন্টার’সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রযুক্তির এই যুগে বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকবে তা আমরা চাই না।

এখন গ্রামের ছেলেরাও আউটসোর্সিং এর মাধ্যমে অর্থ উপর্জন করছে। আর সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।

দেশের প্রায় সর্বত্র ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। যে সব এলাকাতে বাকি আছে সেখানেও অল্প দিনের মধ্যে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট চলে যাবে।’

Spread the love