বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মৃত্তিকা পদক’ পেলেন কবি আল হাফিজ

বাংলাদেশ সাংস্কৃতিক সোসাইটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং নব্বই দশকের অন্যতম প্রধান কবি আল হাফিজ এবারের একুশে বইমেলায় প্রকাশিত বিবস্ত্র সম্ভ্রম কাব্যগ্রন্থের জন্য মৃত্তিকা পদক-২০১৮ পেয়েছেন।
সম্প্রতি (১২মে) রাতে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাকে এ পদক প্রদান করেন।
মৃত্তিকা একাডেমী আয়োজিত প্রয়াত সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর স্মরণসভা ও আলোচনাসভা এবং মৃত্তিকা পদক-২০১৮”অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংস্থাপন মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম-সচিব কবি লোকমান হাকীম। মৃত্তিকা একাডেমীর চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক আবদুস সালাম, এবিএম সোহেল রশীদ, সাপ্তাহিক দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহদী, খ্যাতিমান কবি মামুন সারওয়ার,কবি আবিদ আজম, কবি শামস আরেফীন, কে’টিভি’র চেয়ারম্যান মাহমুদুল হাসান, আরটিভি’র অনুষ্ঠান পরিচালক খালেদা আহমদ, সাংবাদিক শহিদ শাহীন প্রমুখ।
কবি আল হাফিজ ছাড়াও আরো যারা মৃত্তিক পদক-২০১৮ পেয়েছেন তারা হলেন সালাহ উদ্দীন আহমেদ মিল্টন, আনোয়ার শাহী, খালেদা আহমদ, মাহমুদুল হাসান, এ্যাডভোকেট আকতার হোসেন মৃধা, তারিক কাসেম খান মুকুল, আবদুল কুদ্দুস তালুকদার।

Spread the love