শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধি ॥ ৩০ মে শনিবার দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুরস্থ কার্যালয় করোনা ভাইরাস পরিস্থিতিতে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশের মানুষ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে। বিশেষকরে প্রতিবন্ধী ব্যক্তিরা খুব কষ্টে আছে। প্রতিবন্ধীদের সহযোগিতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক মোরশেদ আলী খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি শিখা রাণী সেন, নির্বাহী সদস্য ববি রানী সেন। নির্বাহী পরিচালক আলেয়া বেগম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে উন্নয়নের অংশীদার করতে হলে প্রশিক্ষক ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

Spread the love