শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহরাব আলীর জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর ঃ দিনাজপুরের ইতিহাসবিদ হিসেবে পরিচিত সর্বজনয় শ্রদ্ধেয় লেখক ও গবেষক এবং দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন লাইব্রেরিয়ান মরহুম মেহরাব আলীর জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশ করেছে বাংলাদেশ সোস্যাল ডেভেলপমেন্ট একাডেমি-বিএসডিএ। বুধবার সন্ধ্যায় খাজা নাজিমুদ্দিন মুসলিম হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তার সুকর্মের মধ্য দিয়ে। মেহরাব আলী ভাল কাজের মাধ্যমে তথা স্থানীয় ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মানুষের অন্তরে বেঁচে আছেন। যারা ভাল কিছু করবেন মানুষ তাকে যথাযথ মূল্যায়নও করবে। এই বইয়ের মাধ্যমে মেহরাব আলীকে সেই রকমের মূল্যায়নের চেস্টা করা হয়েছে। এটা অভিনন্দনযোগ্য।

মেহরাব আলীর জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসডিএ’র চেয়ারম্যান ড. ওসমান গনি। অনুষ্ঠান পরিচালনা করেন বিএসডিএ’র নির্বাহি পরিচালক ড. আব্দুস ছালাম। গ্রন্থটির লেখক ড. মুহম্মদ মনিরুজ্জামান ছাড়াও আলোচনা করেন খাজা নাজিমুদ্দিন মুসলিম হল ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইফুদ্দিন আখতার, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরপ বকসী বাচ্চু, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, দিনাজপুর শাখার সাধারন সম্পাদক ছায়েদ আলী, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ান টিটো প্রমুখ। মেহরাব আলী জীবন ও কর্ম শীর্ষক ১৯২ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ২৭০ টাকা। বইটির পবিবেশক গণ প্রকাশন, ঢাকা

Spread the love