শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির নতুন মন্ত্রিসভা: অমিত শাহ স্বরাষ্ট্র, প্রতিরক্ষায় রাজনাথ সিং

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। তারপর থেকেই নতুন মন্ত্রিসভা নিয়ে জল্পনা চলছিল। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার নেপথ্যের কারিগর অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। অপরদিকে রাজনাথ সিং হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামান। 

যিনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন:  * নরেন্দ্র মোদী- প্রধানমন্ত্রী
* অমিত শাহ- স্বরাষ্ট্রমন্ত্রী
*রাজনাথ সিং- প্রতিরক্ষামন্ত্রী
* নির্মলা সীতারমণ- অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী
* নিতিন গড়করি- সড়ক ও পরিবহণ মন্ত্রী
*ডি ভি সদানন্দ গৌড়া- রাসায়নিক ও সার মন্ত্রণালয়
* রামবিলাস পাসোয়ান- উপভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য
* নরেন্দ্র সিং তোমার- কৃষি, গ্রামোন্নয়ন, পঞ্চায়েত রাজ
* রবিশংকর প্রসাদ- আইন ও তথ্য প্রযুক্তি * হরসিমরত কউর বাদল- খাদ্য প্রক্রিয়াকরণ
* তাওয়ারচাঁদ গেহলোত- সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন *এস জয়শংকর- পররাষ্ট্র মন্ত্রণালয়
* রমেশ পোখরিয়াল নিশাঙ্ক- মানবসম্পদ উন্নয়ন * অর্জুন মুন্ডা- আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় * স্মৃতি ইরানি- নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয়
* হর্ষবর্ধন- স্বাস্থ্য মন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
* প্রকাশ জাভড়েকর- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
* পীযূষ গোয়েল- রেলমন্ত্রী
* ধর্মেন্দ্র প্রধান- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়, ইস্পাত
* মুখতার আব্বাস নকভি- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়
* প্রহ্লাদ যোশী- সংসদ বিষয়ক মন্ত্রক, কয়লা মন্ত্রণালয়
* মহেন্দ্রনাথ পাণ্ডে- দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়
* অরবিন্দ সাওয়ান্ত- ভারী শিল্প মন্ত্রণালয়
* গিরিরাজ সিং- প্রাণিসম্পদ মন্ত্রণালয়
* গজেন্দ্র সিং শেখাওয়াত- জলসম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন যারা * সন্তোষ কুমার গাঙ্গোয়ার- শ্রম মন্ত্রণালয়
* ইন্দ্রজিৎ সিং- পরিসংখ্যান মন্ত্রণালয়
* শ্রীপদ নায়েক- প্রতিরক্ষা মন্ত্রণালয়, আয়ুর্বেদ
* জীতেন্দ্র সিং- প্রধানমন্ত্রীর দফতর, মহাকাশ, পারমাণবিক শক্তি, উত্তর-পূর্বের রাজ্যের উন্নয়ন
*আর কে সিং- বিদ্যুৎ মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন
* কিরেণ রিজিজু- সংখ্যালঘু বিষয়ক, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়
* প্রহ্লাদ সিং প্যাটেল- সংস্কৃত মন্ত্রণালয়, পর্যটন
* হরদীপ সিং পুরী- নগরোন্নয়ন ও আবাসন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়
* মনসুখ মান্ডভিয়া- জাহাজ মন্ত্রণালয়, রাসায়নিক ও সার মন্ত্রণালয় একনজরে জেনে নিন, বাকি প্রতিমন্ত্রীরা কে কোন দফতরে? * ফগন সিং কুলস্তে- ইস্পাত মন্ত্রণালয়
* অশ্বীনি কুমার চৌবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
*অর্জুন রাম মেঘওয়াল- সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভারী শিল্প, ইস্পাত মন্ত্রণালয় *ভি কে সিং- সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়
* কৃষ্ণপাল গুর্জর- সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* রাওসাহেব দানবে- উপভোক্তা বিষয়ক, খাদ্য
* জি কিষাণ রেড্ডি- স্বরাষ্ট্রমন্ত্রক
* পুরুষোত্তম রূপালা- কৃষি উন্নয়ন
* রামদাস আঠাওয়ালে-সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* সাধ্বী নিরঞ্জন জ্যোতি- গ্রামীণ উন্নয়ন
* বাবুল সুপ্রিয়- পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়
*সঞ্জীব কুমার- প্রাণিসম্পদ মন্ত্রণালয়
*সঞ্জয় সামরেও- মানবসম্পদ, তথ্য প্রযুক্তি, যোগাযোগ মন্ত্রণালয়
* অনুরাগ সিং ঠাকুর- অর্থ মন্ত্রক, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়
* সুরেশচন্দ্র বসপ্পা- রেল মন্ত্রণালয়
* নিত্যানন্দ রাই- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
*রতনলাল কাটারিয়া- জলসম্পদ, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন
* বি মুরলীধরন- বিদেশ মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয়
* রেণুকা সিং- আদিবাসী বিষয়ক
*সোমপ্রকাশ- বাণিজ্য মন্ত্রণালয় *রামেশ্বর তেলি- খাদ্য প্রক্রিয়াকরণ
*প্রতাপচন্দ্র সারেঙ্গি- প্রাণিসম্পদ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প
* কৈলাশ চৌধুরি- কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রণালয়
* দেবশ্রী চৌধুরী- নারী ও শিশু কল্যাণ বৃহস্পতিবার মোদির শপথে প্রায় আট হাজার অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে দেশের বিশিষ্টজনরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ, তারকা এবং ব্যবসায়ীও ছিলেন। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করল বিজেপি। এই নির্বাচনে ৩৫২ আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩০৩ আসন। কিন্তু বেশ কয়েকজন হাই প্রোফাইল মন্ত্রী যারা গতবারের সরকারে ছিলেন, তারা এবারের সরকারে নেই। এদের মধ্যে অন্যতম অরুণ জেটলি, সুষমা স্বরাজ, সুরেশ প্রভু, জে পি নাড্ডা, উমা ভারতী, মেনকা গান্ধী, রাধা মোহন সিং, চৌধুরী বীরেন্দ্র সিং, মনোজ সিনহা, কেজে আলফনস, মহেশ শর্মা, জুয়েল ওরাম মতো মন্ত্রীও।

Spread the love