শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল ম্যাসেঞ্জারে প্রশ্ন এবং উত্তর পত্র বীরগঞ্জে ২পরীক্ষার্থী বহিস্কার

শেখ মো. জাকির হোসেন ॥ মোবাইল ম্যাসেঞ্জারে প্রশ্ন এবং উত্তর পত্র রাখার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করেছে।
রবিবার সকালে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বহিস্কৃত দুই পরীক্ষার্থী হলেন খানসামা উপজেলার খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ আরাফাত হোসাইন, রোল নম্বর-২৪৫৪৬১ ও একই বিদ্যালয়ের ছাত্র এবং মোঃ শহীদুল ইসলামের ছেলে মোঃ সৈকত জামান, রোল নম্বর-২৪৫৪৬৬।
পরীক্ষা কেন্দ্র সচিব এবং ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা জানান, পরীক্ষা শুরুর পূর্বে মোঃ আরাফাত হোসাইন এবং মোঃ সৈকত জামান নামে দুই পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোনসহ মোবাইল ম্যাসেঞ্জারের প্রশ্ন পত্রের সেট ও উত্তর পত্র পাওয়া যায়। পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা এবং পুলিশের সহযোগিতায় উক্ত দুই ছাত্রের মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পরীক্ষা শুরু হলে প্রশ্ন পত্রের উত্তর পত্রের সাথে মিল পাওয়া গেলে বর্ণিত অপরাধে তাদেরকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাশেদুজ্জামান দুই পরীক্ষার্থী বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love