শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মোশাররফ করিম-হাসানকে নিয়ে মিথ্যে পোষ্ট!

বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেতা মোশাররফ করিম এবং অপরজন আ খ ম হাসানকে নির্যাতিত তৃণমূল কর্মী দাবি করে তাদের অভিনীত একটি নাটকের ফটো পোস্ট করে অপপ্রচার চালিয়েছে ভারতের এক ব্যাক্তি। ওই পোস্টে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তাদের গাছের সাথে বেঁধে পিটিয়েছে।

বুধবার (১৬ মে) বেলা ৩টা ৪৫ মিনিটে চাঞ্চল্যকর এই পোস্ট দেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের বাসিন্দা কৌশিক দত্ত।

কৌশিক দত্ত তার পোস্টে লিখেছেন, তৃণমূলের দুই সৎ ও নির্ভীক কর্মীকে গাছে বেঁধে পেটাল বিজেপির দুষ্কৃতীরা, তাদের অপরাধ একটাই তারা তৃণমূল করে…। ছবিটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আর এদের দ্রুত আরোগ্য কামনা করুন।

তার এই পোস্ট নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়ে গেছে ওই ছবিটি। পোস্টটি শেয়ার করেন ৭৮৭ এবং মন্তব্য করেন ৭ শতাধিক। যদিও অনেকেই বাংলাদেশের দুই অভিনেতাকে চেনেন এবং এই ধরণের পোস্ট করায় পোস্টকারীর সমালোচনা করেন।

ফেসবুকে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি ছিল জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ‘তখনো সূর্য ডোবেনি’ নাটকের একটি দৃশ্য। আর ওই নাটকটি পরিচালনা করেছিলেন শাহ মোহাম্মদ সংগ্রাম।

Spread the love