শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় ৬৪ জেলার উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) দিনাজপুর এর বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলা বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৫ জেলা) সফলভাবে বাস্তবায়নের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন, এমবিএসকে’র প্রোগ্রাম অফিসার উপেন্দ্র নাথ রায়, সমাহার কনসালটেন্ট লিঃ এর ফির্ল্ড অফিসার মোঃ হারুন-অর-রশিদ, মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সুপারভাইজার মোঃ ফজলার রহমান, মোঃ সাইফুল ইসলাম, দিলিপ চন্দ্র রায়, তপন চন্দ্র রায়, মৌ ঘোষ, অখিল চন্দ্র রায়, মোঃ জাকারিয়া আলম, মোঃ আজিম উদ্দীন, মোঃ আবু তাহের তুহিন, জ্যোতির্ময় রায়, হৃদয় সরকার, নিতাই চন্দ্র রায়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, বীরগঞ্জ উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) অত্যন্ত স্বচ্ছতার সাথে বাস্তবায়ীত হচ্ছে। বীরগঞ্জ উপজেলার যে কোন কাজে টিপসহি নেওয়া হবে না। স্বাক্ষরের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সুপারভাইজাররা বলেন, এমবিএসকে সংস্থা প্রকল্প চলাকালীন সময় সঠিকভাবে সমস্ত উপকরণ বরবরাহসহ ৬ মাসের বিদ্যুৎ বিল, কেন্দ্র ভাড়া এবং আপ্যায়ন বিল পরিশোধ করেছে।

Spread the love