শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যক্ষ্মা রোগ প্রতিরোধে মত নিবিময় সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ সোমবার গণেশতলাস্থ গ্রীন সুপার মার্কেট নাটাব অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাব দিনাজপুর জেলা শাখার সভাপতি তাহেরু উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান খতিব উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন নাটাব কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি কাওছার উদ্দিন। টিবি রোগ বিষয়ে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিবি কনসালটেন্ট ডাঃ মাসতুরা বেগম। উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী রেহানা আক্তার রেনু, নাট্য শিল্পী শিখা ঘোষ, বৈকালী নাট্যগোষ্ঠির সাধারণ সম্পাদক হিরু পদ্দার, পল্লী চিকিৎসক ডাঃ কার্তিক রায় ও ডাঃ আমিনুল ইসলাম। মতবিনিময় সভায় অতিথিবৃন্দ বলেন, যক্ষ্মা একটি সংক্রামণজনিত রোগ। ৩ সপ্তাহের বেশি কাশি থাকলে কফ পরীক্ষা করা দরকার। এ রোগ সনাক্ত হলে নিয়মিত, ক্রমাগত, সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষ্মা রোগ ভালো হয়। আমাদের সামাজিক দায়িত্ববোধের জন্য যক্ষ্মা রোগ প্রতিরোধের সকলকে সচেতন হতে হবে।

Spread the love