শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের পার্লামেন্টে রুনা লায়লার অ্যালবাম প্রকাশ

যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্য হাউজ অব লর্ডসে প্রকাশ হলো উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে রুনা লায়লার তৈরি করা ‘লিজেন্ডস ফরেভার’ অ্যালবাম।

রুনা লায়লার সুর করা ‘লিজেন্ডস ফরেভার’ অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলি খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা নিজে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল।

নিজের সুরে প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে হওয়ায় দিনটিকে স্মরণীয় দিন মনে করছেন রুনা। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় গজল শিল্পী অনুপ জালোঠা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, হাউজ অব কমনসের এমপি সিমা মালহোত্রা।

রুনা লায়লা বলেন, প্রথমবার কোনো গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দ্য হাউজ অব লর্ডসে। এটি সত্যি আমার জীবনের স্মরণীয় একটি দিন, অসাধারণ মুহূর্তও।

উপমহাদেশের গুণী এ শিল্পী জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে লন্ডনে এই অ্যালবামের পাঁচটি গান তৈরির কাজ শুরু হয়। সংগীতায়োজন করেছেন রাজা কাশ্যপ। এরপর ১৩ ডিসেম্বর প্রকাশিত হয় ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরেভার’ শিরোনামে পাঁচটি গানের ভিডিও।

Spread the love