শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪

Washington+landslideইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ভারী বর্ষণের কারণে গত শনিবার সিয়াটল থেকে ৫৫ কিলোমিটার উত্তরে ওসো শহরের কাছে ক্যাসকেড পর্বতমালার দুর্গম এলাকায় পাহাড়ের ৫৪ মিটার অংশ ধসে পড়লে ৩০টি বাড়িঘর বিধ্বসত্ম হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সরকারি হিসাবে এখন পর্যমত্ম ১৭৬ জনের কোনো খোঁজ মেলেনি। তাদের খোঁজে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে দিন-রাত কাজ করে চললেও কর্তৃপক্ষ বলছে, কাদা-মাটির সত্মূপের নিচ থেকে আর কাউকে জীবিত উদ্ধার করার আশা কম।

ওই ঘটনার পর ওয়াশিংটন রাজ্যে জরুরি অবস্থা জারি করে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন।

লোহমিশ কাউন্টির দুর্যোগ  ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জন পেনিংটন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার মাটির সত্মূপের নিচ থেকে আরো ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

১৮৩ মিটার উঁচু ‘হেড স্ক্র্যাপ’ নামের ওই ‘ক্লিফ’ থেকে ৫৪ মিটার অংশের খাঁড়া দেয়াল ধসে পড়ার পর সিয়াটলের জাতীয় সড়কপথের বড় একটি অংশ কাদায় ঢেকে যায়। স্টিলাগুয়ামিশ নদীর প্রবাহ বন্ধ হয়ে বন্যা দেখা দেয়ায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

Spread the love