বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুদ্ধশিশুর চরিত্রে তারিক আনাম

বিজয় দিবস উপলক্ষে ‘পিয়ানো’ শিরোনামের নাটকে যুদ্ধশিশুর চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নাটকের গল্পে দেখা যাবে, জেলা শহরে রাশেদের মিউজিক শপ। ঢোল তবলা, হারমোনিয়ম, ব্যাঞ্জো, গিটার, পিয়ানো এইসব বাদ্যযন্ত্রের পাশাপাশি কিছু এন্টিকও তার সংগ্রহে রয়েছে। পিতৃসূত্রে রাশেদ এই ব্যবসার মালিক হয়েছেন।

রাশেদের বাবার নাম শাহেদুর রহমান। সম্ভ্রান্ত সংস্কৃতিমনা এক পরিবারের ছেলে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়। যুদ্ধ পরবর্তীতে সহযোদ্ধা বন্ধুর মৃত্যুর সংবাদ জানাতে তার বাড়িতে গিয়ে বন্ধুর বীরাঙ্গনা সন্তানসম্ভবা বোনকে দেখে। শাহেদ মেয়েটিকে বিয়ে করে। এরপর পাক হানাদারের ঔরসজাত হয়েও রাশেদ বড় হয় শাহেদের পরিচয়ে। কিন্তু শাহেদ আগেই ছিল বিবাহিত। রাশেদের মা তা জানত।

নাটকটিতে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। সঙ্গে আছেন তারিন, শেখ মাহবুবুর রহমান, নওশিন ইসলাম দিশা, আরুবা আফসান জারা প্রমুখ।

Spread the love