শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার ফুলছড়ি উপজেলার গুণভরি উচ্চ বিদ্যালয় মাঠে ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ, যুগ্ম-আহবায়ক মারুফ এহসান সজল, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জু সরকার, আওয়ামী লীগ নেতা সোলায়মান হোসেন ফুলমিয়া, যুবলীগ নেতা রাতুল মিয়া, নাহিদ হাসান, রবিন সরকার, নিয়ন আহমেদ, নাজির প্রধান প্রমুখ।

উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ মঞ্জু জানান, উড়িয়া ইউনিয়ন
যুবলীগের উদ্যোগে এ ইউনিয়নে আগামী তিন মাসে পর্যায়ক্রমে দুই হাজার ফলজ,
বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে

Spread the love