বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুব নেতৃত্ব গড়তে এবং গণতন্ত্র চর্চার লক্ষ্যে এফপিএবি’র তারার মেলা মিনি যুব সংসদ নির্বাচন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ আনন্দ মুখর পরিবেশে এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার এফপিএবি দিনাজপুর জেলা শাখা আয়োজিত আগামীতে যুব নেতৃত্ব গড়ে তুলতে এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, বয়:সন্ধিকাল, জেন্ডার, বাল্য বিবাহ, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ার লক্ষ্যে ও গণতন্ত্র চর্চায় তারার মেলা’র মিনি যুব সংসদ নির্বাচন (২০২০-২০২৩) এফপিএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এফপিএবি দিনাজপুর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু।

নির্বাচন কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এফপিএবি দিনাজপুর শাখার জেলা কর্মকর্তা অলিভ আল আসাদ।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এ.কে.এম মেহেরুল্লাহ বাদল।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রাব্বানী, এ্যামেরিটাস সভাপতি মোঃ আব্দুস সামাদ, শাহ্ ইয়াজদান মার্শাল, এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আহম্মেদ।

এছাড়াও নির্বাচন সম্পন্ন করার সার্বিক দায়িত্ব পালন করেন শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ শাহীনুর ইসলাম ও মোঃ খাদেমুল ইসলাম।

তারার মেলার মিনি যুব সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৬ জন। প্রার্থী ১৮ জন এবং মোট পদের সংখ্যা ১৬টি।

Spread the love