বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কোন মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে

কুড়িগ্রাম প্রতিনিধি : নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বল্পকালিন মেয়াদের হলেও আমাদের কাছে অন্যান্য নির্বাচনের মতো এ আসনের উপ-নির্বাচনও সমান গুরুত্ব বহন করে। মানুষের মাথায় সুষ্ঠু নির্বাচনের যে ধারণা রয়েছে, সে পর্যায় হয়তো নির্বাচন কমিশন যেতে পারে নাই। তবে আমরা নির্বাচন কমিশন চেষ্টা করব অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু আইনানুগ একটা নির্বাচন করতে, যা দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন।
শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের হল রুমে দিনব্যাপি ভোটগ্রহন কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা রিটার্ণিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, যে কোন মূল্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে। এজন্য প্রশাসনিক সব ধরণের সহয়তা আপনাদের দেয়া হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আল মাহমুদ হাসান।
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য একেএম মাঈদুল ইসলাম গত ১০ মে মৃত্যু বরণ করলে নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করেন। আগামী ২৫ জুলাই আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক এম.এ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Spread the love