শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি উন্নতির উচ্চ শিখরে এগিয়ে যাবে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দিনাজপুর উপশহর আয়োজিত পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি-২০১৮ কার্যক্রমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
পদক্ষে মানবিক উন্নয়ন কেন্দ্র দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ ফখরুল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার আবু তৈয়ব আলী দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোতয়ালী থানার এস আই সাইদুর রহমান ও দিনাজপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দিনাজপুর এরিয়া ম্যানেজার রুহুল আমিন, সৈয়দপুর এরিয়া ম্যানেজার শরিফুল ইসলাম, বিরামপুর এরিয়া ম্যানেজার সাদিকুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন, এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম। শিক্ষাবৃত্তি-২০১৮ কার্যক্রমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ১লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করতে গিয়ে অতিথিবৃন্দ বলেন, শিক্ষার বিকল্প শিক্ষাই। যে যত বেশি শিক্ষিত হবে সে তত বেশি উন্নতির উচ্চ শিখরে উঠবে। একদিন তোমরাও শিক্ষিত হয়ে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। সভাপতির বক্তবে জোনাল ম্যানেজার মোঃ ফখরুল আহমেদ বলেন, আমাদের সংস্থা উপকার ভোগী হত-দরিদ্র, অসহায় সদস্যদের ছেলে-মেয়েরা যাতে অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না তাদের জন্য আমরা শিক্ষাবৃত্তি দিয়ে আসছি। শিক্ষাবৃত্তিতে ছাত্র-ছাত্রীরা অনুভুতি ব্যক্ত করে ছাত্রী আবেদা খাতুন, গীতি রানী রায়, আফ্রিন নাহার, ছাত্র মোঃ রাসেল বাবু।

Spread the love