বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং এইডস প্রতিরোধে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ পপুলেশন সার্ভিসেস্ এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)’র আয়োজনে বালুবাড়ী সরকারি সিটি কলেজ সংলগ্ন পিএসটিসি’র কনফারেন্স রুমে সংযোগ প্রকল্পের আওতায় বাংলাদেশ এইচআইভি ঝুঁকিতে থাকা তরুণ জনগোষ্ঠীর জন্য উন্নত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার রক্ষায় সুশীল সামাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, সংযোগ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোছা ঃ শাহানাজ পারভীন। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে সংযোগ প্রকল্পের দিনাজপুর জেলা সমন্বয়কারী প্রবীর কুমার সিংহ বলেন, আমরা ইয়ুথ কর্ণারের মাধ্যমে বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সহিংসতা বন্ধে, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং তাদের অধিকার প্রতিষ্ঠার কাজ করছি। এছাড়াও এইডস রোগ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। আমরা মনে করি, সুশীল সমাজের প্রতিনিধিরাই হচ্ছেন সমাজের নেতা। তাদের সহযোগীতায় আমরা এই সংযোগ প্রকল্পটি বাস্তাবয়ন করতে পারবো। মুক্ত আলোচনায় অংশ নেন এ্যাডঃ ছন্দা দাশ, সাংবাদিক কাশী কুমার দাস, মিজানুর রহমান ডুফরা, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেনা হোসেন, প্রধান শিক্ষক নাসিমা আক্তার ও মসজিদের ইমাম মাওঃ আতিকুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফিল্ড সুপারভাইজার মামুনুর রহমান জুয়েল।

Spread the love