বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে অঞ্জলিকা’র বর্ষাকালীন কবিতা উৎসব

রংপুর প্রতিনিধি : রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো জমজমাট বর্ষাকালিন কবিতা উৎসব। রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ব্যতিক্রমী এ আয়োজনটি ছিলো কথা ও কবিতায় জমজমাট।  এতে নবীন প্রবীণ কবিদের স্বরচিত কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি , কবিতা বিষষক আলোচনা অনুষ্ঠিত হয়।
অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক বিশিষ্ট কবি দিলরুবা শাহাদৎ-এর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন কবি-সাহিত্য সংগঠক এ,এক এম শহীদুর রহমান , নাট্য ব্যক্তিত্ব মনোয়ার হোসেন , কবি গল্পকার আবু জাফর আবদুল্লাহ ও লেখক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম । অলোচনায় অংশ নেন , লেখক মু শাহজাহাসন মন্ডল , নাট্যজন রাজ্জাক মুরাদ ও ছড়াকার মোশাররফ হোসেন রাজু ।
উৎসবে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং আবৃতিতে অংশ নেন : বাশার ইবনে জহুর , শাহিদা মিলকী ,শৈলেন্দ্র নাধ বর্মা, লুৎফর রহমান সাজু , ডক্টর নাসিমা আকতার, এস,এম সাথী বেগম , নজরুল মৃধা , জাকির আহমদ , সেলিনা সাত্তার শেলী , মতিয়ার রহমান , এটিএম মোর্শেদ, বিমলেন্দু রায়, শ্রাবণ বাংগালী, নাসরিণ বেগম নাজ , শামসুজ্জামান সোহাগ , সিরাজুন নাহার সাথী, দেলোয়ার হোসেন রংপুরী , এস.এম. খলিল বাবু, রেজাউল করিম জীবন ,আবুল খায়ের, মাহবুবা লাভীন , সোমের কৌমুদী, মারুফ হোসেন মাহবুব , ফখরুল শাহীন, রেজিনা সাফরিন , এহসানুল হক সুমন , স্বপ্ন , পলিন , মোজাহেদুল ইসলাম ইমন . সাব্বির হোসেন নাফিস , রাশিদা বেগম রুবি , আয়েশা সিদ্দিকা, মাহবুবুল ইসলাম , দিলরুবা শাহাদৎ , মিনার বসুনীয়া, সরকার বাবলু , কামরুল হাসান , হাসান ইকবাল , রবিউল ইসলাম লাজু , মনিরা পারভীন , নাহিদ শারমিন শান্তা , অংকনা জাহান , খালিদ সাইফুল্লাহ , চৌধুরী আসাদ .হায়াত মাহমুদ মানিক , ওবায়দুল মজিদ , এস,এ অপু, ইরশাদ জামিল, মমিন উদ্দিন পাটোয়ারী , রাফাত হোসেন বাথন প্রমূখ । মাহবুবুুল ইসলাম ও সুমাইয়া তাসনিম পুরো উৎসব আয়োজনটি উপস্থাপন করেন ।

Spread the love