শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে অসহায় মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রংপুর প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ২৬ শে মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের মানুষ নিজ বাড়িতে রয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় দিশেহারা হয়ে পরেছে রংপুরের মেহনতি, দিনমজুর মটর শ্রমিকগন। বুধবার (১লা এপ্রিল) রংপুর কেন্দ্রী বাসটার্মিনাল কার্যালয়ে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ তার ব্যাক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে নিজ বাড়িতে রংপুরের অসহায় মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, মরিচ, পিয়াজ, টমেটো ও সাবান বিতরণ করেন। এ সময় এমএ মজিদ বলেন, সারাদেশে সরকার করোনা ভাইরাস প্রতিরোধে নিজ বাড়িতে অসহায় মানুষের জন্য খাদ্যদ্রব্য ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে, কিন্তু রংপুর জেলার মেহনতি মটর শ্রমিকদের জন্য কোন চাল বরাদ্দ নেই। করোনা ভাইরাস মোকাবেলায় রংপুরের শ্রমিকরা না খেয়ে নিজ বাড়িতে দিনের পর দিন কাটাচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, অফিস প্রধান এমএ মালেক মুকুল,রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Spread the love