শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছরের কারাদন্ড

রংপুর প্রতিনিধি : রংপুরে অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় আফোস ওরফে অরেঞ্জ (২৩) নামে এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। অভিযুক্ত অরেঞ্জ রংপুর নগরীর স্টেশন মুসলিমপাড়া এলাকার কোরবান আলীর পুত্র।বৃহস্পতিবার বেলা ৪টার দিকে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ,বি,এম নিজামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন। মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৪ মে স্টেশন মুসলিমপাড়াস্থ পোস্টঅফিস সংলগ্ন এলাকা থেকে একটি দেশীয় পিস্তুল ও দুই রাউন্ড গুলিসহ অরেঞ্জকে আটক করে র‌্যাব-১৩ এর একটি দল। পরে র‌্যাবের তৎকালীন উপ-সহকারী পরিচালক প্রিয়জিৎ বড়ুয়া বাদি হয়ে অরেঞ্জকে আসামি করে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রেজওয়ানুল হক মন্ডল ওই বছরের ২৫ মে অরেঞ্জের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।এক বছরের বেশি সময় ধরে মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এর রায় ঘোষণা করা হয়। রায়ে ১৯ এর ‘এ’ এবং ১৯ এর ‘এফ’ ধারায় ১০ ও ৭ বছর করে মোট ১৭ বছরের সশ্রম কারাদ- দেন বিচারক।সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. বসুনিয়া মো. আরিফুল ইসলাম।

Spread the love