বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে আঞ্চলিক পর্যায়ের শীতকালীন প্রতিযোগীতা সম্পন্ন

রংপুর প্রতিনিধি॥ রংপুরে আঞ্চলিক পর্যায়ের ৪৮ তম জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা আজ অনুষ্ঠিত হয় । রবিবার জিলা স্কুল মাঠে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর ড. একেএম সিরাজুল ইসলাম।
রংপুর আঞ্চলিক স্কুল -মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগীতায় রংপুর জিমনেসিয়ামে ছাত্রদের ব্যাডমিন্টন এককে পাবনা চাটমোহর সরকারী উচ্চ বিদ্যালয়ের আব্দুস সোয়াদ,দ্বৈতে পাবনা চাটমোহর সরকারী উচ্চ বিদ্যালয়ের এর আব্দুস সোয়াদ ও তোফায়েল, ছাত্রীদের ব্যাডমিন্টন এককে পাবনা শহীদ আহমদ রফিক বালিকা বিদ্যালয়ের নাসিমা ও দ্বৈতে ঠাকুরগাও সিএম আইউব বালিকা বিদ্যালয়ের জ্যোতি রানী ও আবিদা জুটি চ্যাম্পিয়ন হয়, টেবিল টেনেস সংস্থায় অঞ্চল পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগীতায় ছাত্রদের একক ও দ্বৈতে রংপুর জিলা স্কুল এর মুহতামিম আহমেদ হৃদয় ও তার জুটি , ছাত্রীদের একক রাজশাহী শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুলের আফসানা আক্তার ও দ্বৈতে একই বিদ্যালয়ের আফসানা আক্তার ও শাহনাজ পারভীন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রংপুর জিলা স্কুল মাঠে ভলিবল ছাত্র লালমনিরহাটের সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয় ভলিবল ছাত্রী পঞ্চগড়ের কাজী সাহাব উদ্দিন বালিকা স্কুল ও কলেজ চ্যাম্পিয়ন হয়। হকিতে রংপুরের শিশু নিকেতন স্কুল ছাত্রগ্রুপে এবং রাজশাহী দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় ছাত্রীগ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট আঞ্চলিক পর্যায়ে নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ ছাত্রগ্রুপ এবং নীলফামারী পঞ্চপুকুর বালিকা বিদ্যালয় ছাত্রীগ্রুপ চ্যাম্পিয়ন হয়।এছাড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয় দিনাজপুরের সেন্ট ফিলিপস পাবলিক স্কুল ও কলেজ ছাত্রগ্রুপ এবং ঠাকুরগাও এর সালন্দর উচ্চ বিদ্যালয় ছাত্রীগ্রুপ। স্কুল , মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দলীয় ভিত্তিতে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত উপ অঞ্চল পর্যায়ে বিজয়ীরা আঞ্চলিক পর্যায়ের এপ্রতিযোগিতায় অংশ নেয় ।
পরে রংপুর জিলা সাকুল মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন করা হয়।

Spread the love