শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে পুলিশি হয়রানি ও গণ-গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

রংপুর প্রতিনিধি : জেনেভা ক্যাম্পবাসিদের উপর পুলিশি হয়রানি ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং এস.পি.জি.আর. সি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নিরীহ ক্যাম্পবাসির উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে রংপুরে মানববন্ধণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রংপুর প্রেস ক্লাব চত্তরে এ মানববন্ধণ ও সমাবেশ করেন এস.পি.জি.আর.সি রংপুর শাখা। এস.পি.জি.আর.সি রংপুর শাখার সভাপতি মাহামদ আনছারীর সভাপতিত্বে মানববন্ধণ ও সমাবেশে বক্তব্য রাখেন রংপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সরফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ নাসিম, দপ্তর সম্পাদক মোঃ তৈয়ব হোসেন, ৩নং ইস্পাহানী ক্যাম্প চেয়ারম্যান খুরশিদ আলম, সেক্রেটারী আব্দুল খালেক ও ২নং ইস্পাহানী ক্যাম্প সদস্য মোঃ জসিম।

এ সময় বক্তারা, ক্যাম্পবাসির উপর দায়ের করা ও পুলিশি পাহারা প্রত্যাহার, পুনরায় ক্যাম্পে বিদ্যূৎ সরবরাহ সুষ্ঠভাবে প্রদান, জেনেভা ক্যাম্পে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করা এবং বাংলাদেশ অবাঙ্গালী ক্যাম্প সমূহের উচ্ছেদ বন্ধ করার দাবী জানান।

Spread the love