শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুরে সাঈদ বেকারির ৯০ হাজার টাকা জরিমানা

রংপুর প্রতিনিধি: রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন সহ বিভিন্ন কারণে সাঈদ বেকারিকে ৯০, ০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের নেতৃত্বে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের চলমান ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৯ মে) নগরীর সিও বাজার এলাকায় সাঈদ বেকারির কারখানায় অভিযান চালায় রংপুর করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, ফিটনেস সার্টিফিকেট না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, অগ্নিনির্বাপক লাইসেন্স না থাকা ও ড্রেস না থাকায় সাঈদ বেকারিকে ৯০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সেখানে থেকে ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

Spread the love