শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে ৮ উপজেলায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্প চালু হচ্ছে

রংপুর প্রতিনিধি : বর্তমান সরকার ঘোষিত ‘আমার গ্রাম-আমার শহর’ বাস্তবায়নের অংশ হিসাবে রংপুরেউপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রংপুর সদর উপজেলা হলরুমে মন্ত্রীপরিষদ বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এটুআই এই সভার আয়োজনে করে।

রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এটুআই এর যুগ্ম সচিব আব্দুর সবুর মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, এসিল্যান্ড ছন্দা পাল, সদ্যপুস্করনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, চন্দনপাঠ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান, রংপুর সদর থানার ওসি (তদন্ত) কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

জানা গেছে, পাইলট প্রকল্প হিসাবে দেশের ৮ উপজেলায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্প চালু হচ্ছে। এর মধ্যে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নেও প্রকল্পটি চালু হচ্ছে।

Spread the love