শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুর ও লালমনিরহাট থেকে তিন জঙ্গি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুর ও লালমনিরহাট জেলায় অভিযান চালিয়ে জেএমবির তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি জেলায় নাশকতার পরিকল্পনা করছিল বলে র‌্যাব জানিয়েছে।
র‌্যাব ১৩ এর সহকারী পরিচালক আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. শাহ আলম পিতা মৃত আলাউদ্দিন মুন্সি, সাং-সাহেবডাঙ্গা ও মো. সোহেল রানা পিতা. মৃত নূর ইসলাম, সাং.টেপুরগাড়ীর, উভয় থানা-পাটগ্রাম, জেলা. লালমনিরহাট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রাম থেকে আসাদুল ইসলামের ছেলে মো. মনিছুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন,‘গ্রেফতার জঙ্গিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় একাধিক নাশকতার পরিকল্পনা করছিল।’

গ্রেফতার জঙ্গিরা আরও জানায়, তারা প্রায় ৪/৫ বছর ধরে গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে থাকার কথা স্বীকার করেন। সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের ব্যাপারে গোপন অনুসন্ধান চলছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Spread the love