বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ

রংপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির যুগ্ন মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রংপুরের কৃতি সন্তান হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে রংপুর মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠন।শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে আসলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় মহানগর বিএনপির সহ-সভাপতি কাওসার জামান বাবলার সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি সাহিদার রহমান জোসনা, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, মহানগর যুবদলের সভাপতি এ্যাড. মাহফুজ উন নবী ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম লিটন, মহানগর স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক মোখছেদুল আরেফীন রুবেল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন প্রমুখ। এসময় মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা বাবর বাবলু, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, দপ্তর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবু আলী মিঠু, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি নুরনবী চৌধুরী মিলন, যুগ্ন সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী বিপ্লব, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি অফিসে জড়ো হন। এসময় বিএনপি অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। এছাড়াও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছাড়াও টহল পুলিশকে দেখা গেছে।সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এর মুক্তি দাবি করেন। অন্যথায় আগামীতে তাদের নি:শর্ত মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের হুশিয়ারী দেন।

Spread the love