বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর মেডিকেলে অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রংপুর প্রতিনিধি : দুই সহকর্মীকে লাঞ্ছিত ও মারধরের ঘটনার প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। মঙ্গলবার সকাল থেকে আকস্মিকভাবে এই কর্মবিরতি শুরু হয়।
এদিকে রোগীর সাথে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চরম ভোগান্তিন্তে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা। এসময় বিক্ষুদ্ধ স্বজনরা হালিমা ও আলেয়া নামে দুই ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতারসহ রমেক হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।
এব্যাপারে ইন্টার্ন চিকিৎসক পরিষদ নেতা ডা. আবরাবার লাবিব জিসান বলেন, প্রায় প্রায় রোগীদের স্বজনরা চিকিৎসকদের ওপর হামলা চালায়। এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রশাসন কোন ব্যবস্থা নিতে না পারায় একের পর এক চিকিৎসক ও নার্সরা লাঞ্ছিত ও মারধরের শিকার হচ্ছেন। আমরা চিকিৎসকদের নিরাপত্তাসহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আটটা) রমেক হাসপাতালে কর্মবিরতি পালন করেছিলেন ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা।

Spread the love