শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন

JPবুধবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্র্টির সংসদীয় দলের সভাকক্ষে দলের নবনির্বাচিত এমপিদের বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান সংসদে বিরোধীদলীয় নেতা কে হচ্ছেন? জবাবে রওশন এরশাদের পাশে বসা দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ রওশন এরশাদকে দেখিয়ে দিয়ে বলেন, উনিই আমাদের বিরোধীদলীয় নেতা।

এ সময় সাবেক ফার্স্টলেডি রওশন এরশাদ বলেন, এরশাদ আমাকে বিরোধীদলীয় নেতা হতে বলেছেন। তিনি বলেছেন- আমি রাষ্ট্রপতি ছিলাম, এখন বিরোধীদলীয় নেতা হতে পারি না। তুমিই বিরোধীদলীয় নেতা হও। তোমার জন্য আমার দোয়া ও সমর্থন আছে।

দশম সংসদ নির্বাচনে ৩৩ আসন পেয়ে জাতীয় পার্র্টি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নবম সংসদে জাতীয় পার্র্টির ২৭ জন সদস্য ছিলেন। দলটি তৃতীয় বৃহত্তম দল ছিল।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রওশন জানান, জাতীয় পার্র্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা বৃহস্পতিবার শপথ নেবেন।

তিনি বলেন, এইচ এম এরশাদ শপথ নেবেন। তবে তিনি বৃহিস্পতিবার শপথ নেবেন কি না তা জানি না। রওশন বলেন, সাংবিধানিক ধারা সমুন্নত রাখতেই জাতীয় পার্র্টি নির্বাচনে এসেছে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো পদ্ধতি জাতীয় পার্র্টির জানা নেই।

Spread the love